লালমনিরহাট বার্তা
নির্বাচন কমিশনে ৩ দলের হিসাব জমা
বার্তা ডেস্কঃ | ৬ আগ, ২০২২, ৮:০৪ AM
নির্বাচন কমিশনে ৩ দলের হিসাব জমা
আওয়ামী লীগের ব্যয়ের চেয়ে আয় ৩ গুণ ।। বিএনপি’র ব্যয়ের চেয়ে আয় কম ।। জাতীয় পার্টির ব্যয়ের চেয়ে আয় বেশী।
১ যুগের বেশী সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ, প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ও বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) তাদের নিজ নিজ দলীয় প্রতিনিধির মাধ্যমে নির্বাচন কমিশনে পৃথক পৃথক ভাবে আয়-ব্যয়ের হিসাব দাখিল করেছেন। হিসাব পর্যালোচনা করে দেখা যায় যে, ২০২১ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের ব্যয়ের চেয়ে আয় ৩ গুণ বেশী। ৬ কোটি টাকা ব্যয়ের বিপরীতে আয় ২১ কোটি। আওয়ামী লীগের বর্তমান তহবিল ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা।
জাতীয় পার্টির জমাকৃত তহবিল রয়েছে ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা। ২০২১ সালে দলটির আয় ২ কোটি ১০ লাখ। ক্ষমতার বাহিরে থাকা বিএনপি’র বার্ষিক আয়ের চেয়ে ব্যয় বাড়ছে ১ কোটি ১৪ লাখ টাকা। বিএনপি আয় কমেছে ৩৮ লাখ ৮১ হাজার ৮১৯ টাকা। গত বছরের তুলনায় আয় কমেছে ৩৮ লাখ ৪১ হাজার ৮১৯ টাকা। ব্যয় বেড়েছে ২৩ লাখ ৯৪ হাজার ৬৭১ টাকা।
দল তিনটির আয়ের উৎস হিসেবে বলা হয়, নির্বাচনকালীন মনোনয়ন পত্র বিক্রি, সদস্যদের চাঁদা, প্রকাশনা বিক্রি। অপরদিকে ব্যয়ের খাত গুলো হচ্ছে দলীয় কার্যক্রম, অফিস ভাড়া, কর্মচারী বেতন ইত্যাদি।
এই বিভাগের আরও খবর