কিডনী রোগ প্রতিরোধের উদ্দেশ্যে আপাতসুস্থ্য রুগীদের জন্য আগে দেশ বিনামূল্যে ৪ দিন ব্যাপী স্বাস্থ্য ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে।
আগে দেশ ও সোনার বাংলা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজে আজ ৮ অক্টোবর প্রথম দিন ৩ শত ৩০ জন রুগীর রক্তের সিরাম ক্রিটিনিন, প্রসাব,উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরিক্ষা সম্পন্ন হয়েছে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত ১ হাজার রুগীর পরিক্ষা নিরীক্ষা অন্তে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক ব্যবস্থা পত্র প্রদান করা হবে।
আগামী ১১ অক্টোবর কার্যক্রমের মূলপর্বে সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ (এমপি) ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।