লালমনিরহাট বার্তা
বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ যেন পর্যাপ্ত খাদ্য পান: সমাজকল্যাণ মন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ | ৩০ আগ, ২০২১, ৯:০৬ AM
বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ যেন পর্যাপ্ত খাদ্য পান: সমাজকল্যাণ মন্ত্রী
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের পানিবন্ধী দুটি (মহিষামুড়ি ও রুদ্রেশ^র) গ্রামে ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে দুর্গত মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ যেন পর্যাপ্ত খাদ্য পান” সে ব্যাপারে উপজেলা প্রশাসনে প্রতি নির্দেশনা প্রদান করেন। দুর্গত মানুষের উদ্যেশে মন্ত্রী বলেন, ‘আমি আপনাদের প্রতিনিধি হিসেবে ঢাকা থেকেও সার্বক্ষনিক আপনাদের খবরা কবর রাখছি। যাতে আপনারা কষ্টে না থাকেন সে ব্যাপারে যা যা করনীয় সব করা হবে। সরকারের বা আমার পক্ষ থেকে যাবতীয় সহযোগীতা করা হবে। একটি লোকও যেন না খেয়ে থাকে এজন্য সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে’। পরে মন্ত্রীর পক্ষে খাদ্যসামগ্রী বন্যাদুর্গত মানুষের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। জনপ্রতি ১০ কেজি চাল, ১কেজি করে আটা, ডাল,তেল ও লবন প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভুমি) ইসরাত জাহান ছনি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুর হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, তদারকি কর্মকর্তা মোস্তফা চৌধুরী ও জনপ্রতিনিধিবৃন্দ।
এই বিভাগের আরও খবর