অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। সেইসঙ্গে আসন্ন এশিয়া কাপেও খেলবেন না এই ওপেনার। ফলে ওয়ানডে সংস্করণে কে হবে বাংলাদেশের অধিনায়ক, তা নিয়ে চলছে আলোচনা। অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাকিব আল হাসান। এছাড়াও আলোচনায় আছেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ।
বিসিবি সূত্রে জানা গেছে, অধিনায়ক ইস্যুতেই মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জরুরী বোর্ড মিটিং ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত এশিয়া কাপ ও বিশ্বকাপের অধিনায়ক কে হবেন সেই বিষয়ে আলোচনা করতে এই বোর্ড মিটিং ডাকা হয়েছে।
অধিনায়ক প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো অবশ্যই পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো? ওর পরিকল্পনা, ওর সঙ্গেও তো বসতে হবে। আমরা একটু জেনে নেই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে সাকিবকে করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই।’