লালমনিরহাট বার্তা
এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার: পররাষ্ট্রমন্ত্রী
এন কে বর্মন | ১০ জানু, ২০২২, ৩:৫২ AM
এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার: পররাষ্ট্রমন্ত্রী
দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার এখনই লকডাউন দেয়ার কথা ভাবছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।
রোববার (৯ জানুয়ারি) ঢাকায় নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের স্বজনদের জন্য করোনার বুস্টার ডোজের উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে বুস্টার ডোজ দেয়ার এই কার্যক্রম শুর হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুস্টার ডোজ দেবেন এমন ২৭০ জনের নামের তালিকা তারা পেয়েছেন। সবশেষ ২৬টি দেশের দূতাবাসের কর্মকর্তারা সেখানে টিকা নিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে লকডাউনের চিন্তাভাবনা নেই। সংক্রমণ বাড়ার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গণপরিবহনে ভিড় কমানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো বলেন, বিদেশ ভ্রমণে সবাইকে নিরুৎসাহিত করা হচ্ছে। বিশেষ করে জনগণকে বাঁচাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভ্রমণে স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় আমরা সর্বাত্মক চেষ্টা করছি।
এই বিভাগের আরও খবর