লালমনিরহাট বার্তা
পাটগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগের হামলা ও পুলিশের বাধা
হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধিঃ | ১৪ সেপ, ২০২২, ৫:৪৮ AM
পাটগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগের হামলা ও পুলিশের বাধা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিলে প্রস্তুতি কালে বিএনপি অফিসে আওয়ামীলীগ হামলা চালিয়েছে। এতে চারজন আহত হয়েছে। গতকাল ১৩ সেপ্টেম্বর  বিকেলে পাটগ্রাম উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিলের আগে এ হামলা চালায় আওয়ামীলীগ।

এদিকে হামলার পরও বিক্ষোভ মিছিল শুরু হলে পুলিশ এসে বাধা দিয়ে মিছিলটি ঘুরিয়ে দেয়। সেখানে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। আওয়ামীলীগ দলীয় নেতাকর্মিদের এ ন্যাক্কার জনক হামলা,দলীয় কার্যলয় ভাংচুর ও পুলিশের পক্ষপাত তুষ্ট ভুমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময়ে উপস্থিত ছিলেন,পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি সালাউজ্জামান উপেল, লালমনিরহাট জেলা বিএনপির সহ- সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম এবং পাটগ্রাম উপজেলা পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এবিষয়ে পাটগ্রাম পৌর আওয়ামীলীগ সভাপতি কাদের এলাহি লাভলু বলেন,বিএনপির মিছিলে আমরা হামলা করিনি।পুলিশের সঙ্গে পৌর আওয়ামীলীগ জনগনের জানমাল রক্ষায় এক সঙ্গে কাজ করেছে।

এবিষয়ে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন,বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এই বিভাগের আরও খবর