লালমনিরহাট বার্তা
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে লালমনিরহাট পৌরসভায় জয়ী
মোঃ শহিদ ইসলাম সুজন | ২৫ মে, ২০২২, ২:৩৮ PM
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে লালমনিরহাট পৌরসভায় জয়ী
লালমনিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-অনুর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালিকা((অনুর্ধ্ব ১৭)এর আন্ত:উপজেলা খেলার উদ্বোধন হয়েছে।জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ ২৫ মে বুধবার বিকেলে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। এসময় মন্ত্রী বলেন, জাতি গঠনে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ড খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার উপর গুরুত্ব দিয়েছেন। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের অনেকে খেলাধুলায় পারদর্শী ছিলেন। তিঁনি আরো বলেন, বর্তমান সরকারের সময় সাড়া বিশ্বে খেলাধুলায় অনেক সুনাম কুড়িয়েছে দেশ। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর সুচিন্তিত দক্ষতায় বাংলাদেশকে এখন একনামে চেনে। তাঁরই প্রচেষ্টায় বঙ্গবন্ধ গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ ব্যাপক সাড়া ফেলেছে। এখান থেকে অনেক খেলোয়াড় জাতীয় দলসহ বয়সভিত্তিক বিভিন্ন দলে খেলছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ-১৭) ফুটবল খেলায় লালমনিরহাট পৌরসভা ২-০ গোলে কালিগঞ্জ উপজেলাকে পরাজিত করেন। এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা(অনুর্ধ-১৭) এর উদ্বোধনী খেলায় কালিগঞ্জ উপজেলা ৩-০ গোলে লালমনিরহাট পৌরসভাকে পরাজিত করে।

জেলা প্রশাসক মো.আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা,ক্যাপ্টেন(অব:) অfজিজুল হক বীরপ্রতিক,লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামরুজ্জামান সুজন।এসময় অন্যানের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার মো: আসাদুজ্জামান,জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইউনুস হোসেন,কবি-সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি,জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারন সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা,জেলা শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোহসেনা বেগম মিনাসহ জেলা পয়ায়ের কমকতা,জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর