লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে সহিংস উগ্রবাদ প্রতিরোধে সিএসওদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টারঃ | ১০ অক্টো, ২০২১, ৩:২৩ PM
লালমনিরহাটে সহিংস উগ্রবাদ প্রতিরোধে সিএসওদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ
বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর ও হেলভাটাস এর সহযোগিতায় বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে সহিংস উগ্রবাদ প্রতিরোধে সিভিল সোসাইটির অরগানাইজেশন (সিএসও) সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
নতুন জীবন রচি (নজীর) সম্মেলন কক্ষে ৯ ও ১০ অক্টোবর ২ দিনব্যাপী সহিংস উগ্রবাদ প্রতিরোধ, রেডিকালাইজেশন, সন্ত্রাশবাদ, সহিস উগ্রবাদের ঝুকি পরিনতী, প্রতিরোধে সদস্যদের দায়িত্ব বিষয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালমনিরহাট বার্তার সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, এ্যাড. চিত্ত রঞ্জন রায়, অধ্যক্ষ এন্তাজুর রহমান, প্রধান শিক্ষক মোহসিনা বেগম মিনা, কাউন্সিলর সুজাতা বেগম, বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফাতেমা খন্দকার নেন্সি, প্রধান সমন্বয়ক এনামুল হক টিপু, রুপান্তর এর প্রকল্প সমন্বয়কারী রওনক বর্মন ও রুপান্তরের কামরুজ্জামান রানা প্রমূখ।
এই বিভাগের আরও খবর