'রংপুর বিভাগের বৈষম্য হঠাও, দারিদ্র্য কমাও'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এবারের বাজেটে অর্থ বরাদ্ধের দাবিতে স্তব্ধ রংপুর কর্ম সূচী সফল বাস্তিতবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ২৫ মে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কালীগঞ্জ উপজেলা কমিটির আহ্বানে প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১লা জুন বেলা ১১টায় রংপুর বিভাগের সব গুরুত্বপূর্ণ স্থানে প্রধান সড়কের পাশে একে অপরের হাত ধরে ৫ মিনিট দাঁড়িয়ে 'স্তব্ধ রংপুর' কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানানো হয়।
তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা কমিটির সভাপতি গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু, আদিতমারী উপজেলা কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী, কালীগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ, উত্তর বাংলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ড. এস এম মনওয়ারুল ইসলাম, ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল, কমিটির সদস্য ও প্রধান শিক্ষক ওয়ালিয়ার রহমান, কমিটির সদস্য ও রুদ্রেশ্বর স্কুল ও কলেজের শিক্ষক নাহিদা আকতার, আদিতমারী উপজেলা কমিটির সম্পাদক দীলিপ কুমার রায়, সদস্য জামাল হোসেন প্রমুখ। সভায় আগামী ১লা জুনের 'স্তব্ধ রংপুর' সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।