লালমনিরহাট বার্তা
আদিতমারীতে শেরীফা কাদের এমপি’র সুপারিশকৃত ১৪টি প্রকল্প
স্টাফ রিপোর্টারঃ | ২২ মে, ২০২২, ১:৪৯ PM
আদিতমারীতে শেরীফা কাদের এমপি’র সুপারিশকৃত ১৪টি প্রকল্প
জাতীয় সংসদ সদস্য নির্বাচনী এলাকা ৩৪৫, মহিলা আসন-৪৫ এর শেরীফা কাদের এমপি-২০২১-২০২২ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) ২য় পর্যায়ে কর্মসূচীর আওতায় জেলার আদিতমারী উপজেলা ১৪টি প্রকল্পের সুপারিশ করেছেন। এতে ব্যয় হবে ৩৩লাখ ৩৬ হাজার টাকা। প্রকল্পগুলো হচ্ছে:
আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের দেওডোবা সার্বজনীন শ্বশান মন্দিরের উন্নয়ন কাজ বরাদ্দকৃত অর্থ ২লাখ ৫০হাজার, বড়াইবাড়ী কলতারপাড় শ্মশান কালি মন্দিরের উন্নয়ন কাজ ২লাখ ৫০হাজার টাকা, নামুরীরহাট সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ ২লাখ ৫০হাজার টাকা, বড়াইবাড়ী বনচুকি বিপদতারিনী হরিবাসর মন্দিরের উন্নয়ন কাজ ২লাখ ৩৬ হাজার টাকা, ভাদাই ইউনিয়নের শ্রী শ্রী মহাময়া হরিবাসরের উন্নয়ন কাজ ২ লাখ ৫০হাজার টাকা, মালিপাড়া ঘেগারকুড়া সার্বজনীন শ্মশান ঘাটের উন্নয়ন কাজ ২লাখ ৫০ হাজার টাকা, দক্ষিণ বত্রিশ হাজারী চক্রতীর্থ আশ্রমের উন্নয়ন কাজ ২লাখ ৫০ হাজার টাকা, কেন্দ্রীয় শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের উন্নয়ন কাজ ২লাখ ৫০হাজার টাকা, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের উন্নয়ন কাজ ২লাখ ৫০হাজার টাকা, কাছারী বাড়ী শ্যামা কালি মন্দিরের উন্নয়ন কাজ ২লাখ ৫০হাজার টাকা, কিসামত বড়াইবাড়ী শ্মশান ও কালি মন্দিরের উন্নয়ন কাজ ২লাখ ৫০হাজার টাকা, দূর্গাপুর ইউনিয়নের উত্তরবংগ কেন্দ্রীয় শ্মশান মন্দিরের উন্নয়ণ কাজ ২লাখ ৫০হাজার টাকা, নামুরী ইউনিয়নের মদনপুর মদন মোহন হরিবাসর মন্দিরের উন্নয়ন কাজ ২লাখ ৫০হাজার টাকা, কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী সরকারপাড়া কারীমিয়া তালিমুল কুরআন মাদ্রাসার উন্নয়ন কাজ ১লাখ টাকা। এসকল প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। কাজের অগ্রগতি ৭০% বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই বিভাগের আরও খবর