লালমনিরহাট বার্তা
সাড়ে ছয় ঘণ্টা পর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে
বিবিসি বাংলা | ৪ এপ্রি, ২০২৩, ১:২৭ PM
সাড়ে ছয় ঘণ্টা পর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে

বাংলাদেশে কাপড়ের অন্যতম প্রধান মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার সাড়ে ছয় ঘণ্টা পর সেটি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন সংবাদ সম্মেলনে বলেছেন, বেলা সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে পুরোপুরি আগুন নির্বাপন করতে আরো ঘণ্টা খানেক সময় লাগবে বলেও জানান তিনি।

মি. মাইন উদ্দিন বলেন, "আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন আর ছড়াবে না। নির্বাপনে আনতে সময় লাগবে।" এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করেছে। এছাড়া সেনাবাহিনীর দুই শতাধিক কর্মী কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বিজিবি, পুলিশ, ওয়াসাও একসাথে কাজ করেছেন।

আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে জানতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পুরোপুরি তদন্তের পরই আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাবে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের আট জন কর্মী আহত হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ২০১৯ সালের ২রা এপ্রিল বঙ্গবাজারের এই ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তখন ভবনে একটি ব্যানারও টাঙিয়ে দেয়া হয়েছিল। এর পর ১০ বার নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করেই ব্যবসা চলছিল বলে জানান তিনি।আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ার জন্য উৎসুক জনতার ভীড়, পানির সংকট এবং বাতাসকে দায়ী করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক মি. মাইন উদ্দিন।“এক জায়গায় আগুন নেভাচ্ছি, আরেক জায়গায় আগুন লেগে যাচ্ছে,” বলেন তিনি।

ফায়ার সার্ভিসের দপ্তরে হামলা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন অভিযোগ করেছেন যে, বঙ্গবাজারের ঠিক বিপরীতে থাকা ফায়ার সার্ভিসের সদরদপ্তরে হামলা চালানো হয়েছে। সদরদপ্তরের গাড়ি ও ভবনে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “আপনাদের পাশে সবার আগে। তারপর আমার উপর কেন আক্রমণ? কেন আঘাত ফায়ারসার্ভিসের উপরে?” গত এক বছরে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ১৩ জন কর্মী নিহত হয়েছে এবং আরো ২৯ জন আহত হয়েছেন।

এরপরেও কেন ফায়ার সার্ভিসের উপর হামলা করা হয়েছে তা তার বোধগম্য নয় বলে জানান তিনি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তর ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, আগে এ বিষয়ে তদন্ত করা হবে। তার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে এই আগুন লাগার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

মহাপরিচালক জানান, আগুন লাগার পর প্রথমে একটি মোবাইল নম্বর থেকে এবং পরে ৯৯৯ থেকে খবর পান তারা। কিন্তু কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বঙ্গবাজারের ব্যবসায়ীরা বলছেন সেখানে প্রায় চার হাজারের মতো দোকান আছে। আগুনের ঘটনা জানার পর ঢাকা এবং আশেপাশের জেলার সবগুলো ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে সেনাবাহিনীর ইউনিটও। ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানাচ্ছেন, বঙ্গবাজার এবং আশেপাশের মার্কেটগুলোতেও আগুন ছড়িয়ে পড়েছে। মার্কেট ও আশেপাশের এলাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।

এই বিভাগের আরও খবর