লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে কৃষি জমিতে জলাবদ্ধতা, ব্যাহত চাষাবাদ।। সমস্যা নিরসনে চাষীদের দাবী
স্টাফ রিপোর্টার | ১৯ সেপ, ২০২৩, ৫:৩১ AM
লালমনিরহাটে কৃষি জমিতে জলাবদ্ধতা, ব্যাহত চাষাবাদ।। সমস্যা নিরসনে চাষীদের দাবী

অতিবৃষ্টি আর বন্যার কারণে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৪টি গ্রামের কৃষি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় সারাবছরই পানিতে তলিয়ে থাকে ৪টি গ্রামের ৬শ‘ বিঘা কৃষিজমি।ফলে এখানকার কৃষকগন জমিতে আমন,আউশ,বোরো সহ কোন ফসলই ফলাতে পারছেননা।পানি নিস্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান ভুক্তভোগী ৩শতাধিক চাষী।

সরেজমিনে দেখা যায়,লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের তালুক খুটামারা,কিসামাত খুটামারা,খাতাপাড়া ও পূর্ব দৈলজোড় গ্রামের ৩শতাধিক চাষী জলাবদ্ধতার কারণে তাদের নিজ জমিতে চাষাবাদ করতে পারছেননা।স্থানীয় কিছু ব্যক্তি ওই এলাকার সরকারী খাসজমি লীজ নিয়ে মাছচাষ করার ফলে বন্ধ হয়ে পড়েছে পানি নিস্কাশন ব্যবস্থা। দীর্ঘ ১০বছর ধরে সামান্য বৃষ্টি আর বন্যার কারণে এসব জমিতে পানি ঢুকে পড়ে । আর পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় ৬শ‘বিঘা কৃষি জমিতে স্থায়ী জলাব্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চাষীরা কোন চাষাবাদই করতে পারছেনা। অনেকেই আমন চাষ করলেও তা পানিতে তলিয়ে রয়েছে। ধানে দেখা দিয়েছে পঁচন। চাষাবাদ করতে না পেরে কৃষি নির্ভর এসব মানুষ কষ্টে দিনযাপন করছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল গফুর,শফিকুল ইসলাম,মহির উদ্দিন,ইসরাফিল,মিজানুর রহমান জানান,তাদের জমিতে আগে অনেক ভালো ফসল চাষ হতো। কিন্তু বর্তমানে জমিগুলো পানিতে ডুবে থাকায় এখন কোন ফসল হচ্ছেনা।আমরা কয়েকশত কৃষক ক্ষতিগ্রস্থ। আমরা ক্ষতিপূরণ চাই।এদিকে পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহনের জন্য শতাধিক চাষী লিখিত অবেদন দিয়েছেন জেলা প্রশাসন ও কৃষি বিভাগে।অবিলম্বে আটকে যাওয়া পানি নিস্কাশন ও ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরন প্রদানের দাবী চাষীদের।

লালমনিরহাট কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান জানান,জমিগুলোর পানি নিস্কাশনের জন্য পদক্ষেপ নেয়ার জন্য জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হচ্ছে।

অবিলম্বে পানি নিস্কাশন করে জলাবদ্ধ জমিগুলো পূনরায় চাষাবাদের উপযোগী করার দাবী ভুক্তভোগীদের।

এই বিভাগের আরও খবর