লালমনিরহাট বার্তা
সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের
রংপুর অফিসঃ | ৮ এপ্রি, ২০২২, ১১:৩৯ AM
সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের
রংপুরের বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুদুক।মামলায় অভিযোগ করাহয়েছে অধ্যক্ষ মাজেদ আলী খান কলেজের ফান্ড থেকে ৫১ লাখ ২৭ হাজার ২৩৯ টাকা আত্মসাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার সমন্বিত জেলা কার্যালয়ে রংপুরে মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক হোসাইন শরীফ।
মামলার এজাহারে বলা হয়, অধ্যক্ষ মাজেদ আলী খান প্রতারণা ও জালিয়াতি করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বাংলা বিভাগে মমিনুল ইসলাম খান, শফিকুল ইসলাম এবং মমিনুল হককে নিয়োগ দিয়েছেন। তিনি কলেজ ফান্ডের ৫১ লাখ ২৭ হাজার ২৩৯ টাকা আত্মসাৎ করেছেন। যা দন্ড বিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তি যোগ্য অপরাধ।
রংপুর দুদক কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাজেদ আলী খানের বিরুদ্ধে কলেজ ফান্ডের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে নিয়োগ করা সহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে সব অভিযোগ খতিয়ে দেখার পর দুদক আইনে অধ্যক্ষ মাজেদ আলী খানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এই বিভাগের আরও খবর