তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার আলোচনা সভা ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টারঃ | ২৩ এপ্রি, ২০২২, ৫:৪৯ AM
সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে গত ২২ এপ্রিল মোর লাইব্রেরি হলরুমে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংস্থা'র সভাপতি মোঃ শহিদ ইসলাম সুজনের সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের জেলা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, জেলা ছাত্র লীগের সভাপতি রাশেদ জামান বিলাশ, সারপুকুর যুব ফোরাম পাঠাগারের সভাপতি জামাল হোসেন, রাবিউল হক রাবু প্রমূখ। এ সময় সংস্থার সাধারন সম্পাদক তৌসিফ হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী আবির, দপ্তর সম্পাদক আবুল বাসার, পাঠাগার সম্পাদক রাবিউল হক রুবেলসহ সংস্থার সদস্য ও আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সংস্থার আয়োজনে আগামী ঈদুল ফিতরের দিন দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে ছিন্নমুল পথ মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।