লালমনিরহাট বার্তা
দেশে তৈরি মহাকাশ রকেট উৎক্ষেপণ দক্ষিণ কোরিয়ার
বার্তা অনলাইন ডেস্কঃ | ২৬ জুন, ২০২২, ৭:০৩ AM
দেশে তৈরি মহাকাশ রকেট উৎক্ষেপণ দক্ষিণ কোরিয়ার
দক্ষিণ কোরিয়া মঙ্গলবার প্রথমবারের মতো দেশে তৈরি মহাকাশ রকেট উৎক্ষেপণ করেছে।
টেলিভিশন ফুটেজে উৎক্ষেপণের ছবি দেখানো হয়েছে। এর আগে দেশটি গত অক্টোবরে এ উদ্যোগ নেয়। কিন্তু ব্যর্থ হয়। টেলিভিশনে ধারাভাষ্যকার বলেন, মনে হচ্ছে পরিকল্পনামতোই রকেটি উৎক্ষেপণ করা হয়েছে।
২০০ টন তরল জ্বালানীবাহী রকেটটির নাম নুরি। এটি গ্রিনিচমান সময় ১৭০০ টায় গোহেউং উৎক্ষেপণকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।(সূত্র: বাসস)
এই বিভাগের আরও খবর