লালমনিরহাট বার্তা
সংবাদ পরিবেশনের ধরন পাল্টাচ্ছে;এক্স;
ইত্তেফাক | ২৩ আগ, ২০২৩, ৮:১৮ AM
সংবাদ পরিবেশনের ধরন পাল্টাচ্ছে;এক্স;

ইলন মাস্কের টুইটার এখন এক্স নামে পরিচিত। নাম বদলের পর থেকেই নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।সম্প্রতি সংবাদের লিংক পোস্ট করার পর হেডলাইন লুকিয়ে ফেলার ডিজাইন করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ কোনো সংবাদের লিংক দেওয়া হলে তার শিরোনাম দেখা যাবে না। নতুন এই পরিবর্তনের ফলে এক্সের লে আউট আরও আকর্ষণীয় হবে বলে জানিয়েছে মাস্ক।

এখন কোনো নিউজ লিংক দেওয়া হলে সংবাদের শিরোনাম, বর্ণনামূলক অংশ ও একটি ছবি দেখা যায়। কিন্তু এখন কোনো লিংক দেওয়া হলে শুধু ছবি আর লিংকটি দেখা যাবে। একটি সূত্র জানাচ্ছে, এভাবে পোস্টের আকার ছোট করা হচ্ছে ও স্ক্রিনে একসঙ্গে অনেকগুলো পোস্ট এটে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ব্যবহারকারীরা এখন ওই লিংকে সরাসরি প্রবেশ করেই সংবাদটি দেখতে পারবে।

কদিন আগে ইলন মাস্ক নিজেও বলেছেন, সংবাদপত্র যেন স্বাভাবিকভাবে বেশি ভিজিটর পায় ও তাদের আয় বাড়ে সেজন্য তারা নতুন লে আউটের চিন্তা করছে। সম্প্রতি এক্স নতুন বেশকিছু নিয়মও চালু করছে। তারমধ্যে ব্লক ফিচার বন্ধ করা একটি।

এই বিভাগের আরও খবর