লালমনিরহাট বার্তা
আদিতমারীতে সেরাদের হাতে পুরস্কার!
স্টাফ রিপোর্টারঃ | ২১ জুন, ২০২২, ১০:৪৫ AM
আদিতমারীতে সেরাদের হাতে পুরস্কার!
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর প্রতিযোগিতায় নির্বাচিত সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের নতুন হলরুমে উপজেলা পর্যায়ে সেরাদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরুস্কার দেয়া হয়।
আদিতমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি,আর সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন। সাপ্টীবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ তায়েজ উদ্দিন তাজুর সঞ্চালনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সরকারী আদিতমারী জিএস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকা, শ্রেষ্ঠ মাদরাসা রইচবাগ দাখিল মাদরাসার সুপার মাওলানা হাবিবুর রহমান,শ্রেষ্ঠ কলেজে সরকারী আদিতমারী ডিগ্রী কলেজের প্রভাষক লুবানা ইয়াসমিন, শ্রেষ্ঠ শিক্ষার্থী স্কুল পর্যায়ে ফারিহা আজন শিখা ও শ্রেষ্ঠ শিক্ষার্থী কলেজ পর্যায়ে মৃতৃঞ্জয় কুমার বর্মন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডল,সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রফিকুল আলম,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শেষে শ্রেষ্ঠ মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ১২ জন শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে ও জাতীয় শিক্ষা সপ্তাহে সকল গ্রুপের মাঝে ক্রেষ্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
এই বিভাগের আরও খবর