লালমনিরহাট বার্তা
কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশী নিহত
স্টাফ রিপোর্টারঃ | ১২ নভে, ২০২১, ৫:০০ AM
কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশী নিহত
জেলার কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ১৭ নং মেইন পিলারের ৫নং সাব পিলারের নিকট সেবকদাস গ্রামে আজ ১২ নভেম্বর ভোরে বিএসএফ এর গুলিতে ২ জন বাংলাদেশী নিহত হয়েছে।
এলাকাবাসী জানায়, গরু চোরাচালানীরা ভারতের কাটাতারের বেড়ার নিকট বাঁশের চড়কী স্থাপন করে গরু পাড়াপাড় করছিল। এসময় ভারতের গুঞ্জড়ীরচড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি চালায়। এতে কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়নের মালগাড়া সীমান্তের মৃত মোসলেম উদ্দিনের পুত্র ইদ্রিস আলী (৪২) ও আলতাফ হোসেনের পুত্র আসাদুজ্জামান ভাসানী (৪৩) ঘটনাস্থলে নিহত হয়। ভারতীয় সীমান্তের কাটাতারের বেড়ার নিকট লাশ দুটি পড়ে ছিলো। পরে বিএসএফ ও তাদের লোকজন এসে দুটি লাশসহ ৬টি গরু নিয়ে যায়।
এ ব্যাপারে ১৫ বিজিবির অধিনায়ককে মোবাইল করা হলে তিনি মিটিংয়ে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ২জন বাংলাদেশী বিএসএফ এর গুলিতে নিহত হওয়ার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য কালীগঞ্জ উপজেলার লোহাকুচি, বুড়িরহাট ও চন্দ্রপুর সীমান্তে মাদক ও গরু চোরাচালানিদের নিরাপদ রুট বলে এলাকাবাসী জানিয়েছেন।
এই বিভাগের আরও খবর