লালমনিরহাট বার্তা
জেলা তথ্য অফিসের শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ | ১ জুন, ২০২২, ১:৪৬ PM
জেলা তথ্য অফিসের  শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
লালমনিরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার ১জুন হাতীবান্ধা উপজেলা পরিষদ মিলনায়তনে "শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন" শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । কর্মশালায় বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেন ও হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ আল আকসা। ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ। দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, শিক্ষক-শিক্ষিকা, ইমাম, পুরোহিতসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ৪০ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ, গর্ভবতী মায়ের পরিচর্যা, শিশুর যথাযথ বিকাশ, বাল্য বিবাহের কুফল, গুজব ও অপপ্রচার প্রতিরোধ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
এই বিভাগের আরও খবর