রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার (২৫ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃতদের মধ্যে ১ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ৬ জনের করোনার উপসর্গ ছিল। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে কুষ্টিয়া জেলার একজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে রাজশাহীর ৩ জন, নওগাঁর ২ এবং নাটোরের একজন মারা গেছেন। মৃতব্যক্তিদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। গত ১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩২০ জন। এর মধ্যে করোনায় ১৩৬ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১৫৩ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ৩০ জনের মৃত্যু হয়।