লালমনিরহাট বার্তা
তিস্তা পাড়ের অসচ্ছল ও অসহায়দের মাঝে মেডিকেল ক্যাম্প
স্টাফ রিপোর্টারঃ | ২০ নভে, ২০২১, ৪:২১ AM
তিস্তা পাড়ের অসচ্ছল ও অসহায়দের মাঝে  মেডিকেল ক্যাম্প
রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮১ এর জয়েন্ট সার্ভিস প্রজেক্টের আওতায় রোটারী ক্লাব অব লালমনিরহাট সেন্ট্রাল আয়োজনে ঢাকার কয়েকটি রোটারী ক্লাবের সহযোগীতায় ১৯ নভেম্বর লালমনিরহাট সদর উপজেলার তিস্তা বাসষ্টান্ড সংলগ্ন "তিস্তা এমদাদুল উলূম কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং"অসচ্ছল ও অসহায়দের মাঝে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পরিচালনা করেন রোটারী ক্লাব অব লালমনিরহাট সেন্ট্রাল এর প্রেসিডেন্ট ডা: আমিনুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট এ্যাড. আঞ্জুমান আরা শাফলা, রোটারী ক্লাব অব সেন্ট্রাল এর প্রজেক্ট ডাইরেক্টর আব্দুল হাই আদু মোল্লা, রোটারিয়ান আহম্মদ আলী ভুট্টু, রোটারিয়ান দিলীপ চন্দ্র রায়, রোটারিয়ান হাসমত আলী। সামাজিক সংগঠন পথ এর সভাপতি মৃদুল হাবীব, তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শহিদ ইসলাম সুজন, তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের তিস্তা শাখার সাধারন সম্পাদক ও সাংবাদিক মাসুম মিয়া । চিকিৎসকগণ গ্রামের ৪০ বছর বয়সের ঊর্দ্ধে ৪০ জন নারী ২০ জন পুরুষের প্রাথমিক পরীক্ষা করে ব্যবস্থা পত্র গ্রহন করেন।
এই বিভাগের আরও খবর