লালমনিরহাট বার্তা
আদিতমারীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বন্যা কবলিত এলাকায় খাবার বিতরন
স্টাফ রিপোর্টারঃ | ২৩ জুন, ২০২২, ৭:৫৩ AM
আদিতমারীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বন্যা কবলিত এলাকায় খাবার বিতরন
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যতিক্রমধর্মী উদ্দ্যোগ গ্রহণ করেছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারা আনুষ্ঠানিক প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে খাবার নিয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে আওয়ামীলীগের উদ্দ্যোগে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বন্যাকবলিত ৪টি জায়গায় ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাইদুল ইসলাম বাবুর সঞ্চালনে এসময় বক্তব্য রাখেন মহিষখোচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সোবহান,মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম মানিক,সাধারন সম্পাদক রফিকুল আলম, বীরমুক্তিযোদ্ধা আন্দুল হামিদ মোল্লা প্রমুখ।
এসময় মহিষখোচা ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীণ নেতা আব্দুল গফফার,সারপুকুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল,এমডি মিজানুর রহমান মিজান,সহকারী শিক্ষক নুরে আলম শেফাউল,মহিষখোচা ইউনিশন আওয়ামী যুবলীগ সভাপতি কামাল হোসেন,যুবলীগ নেতা আবু হোয়ায়রা শান্ত, সারপুকুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মনসুর আলী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর