লালমনিরহাট বার্তা
রাশিয়াকে আইএসের সঙ্গে তুলনা করলেন জেলেনস্কি
বার্তা অনলাইন ডেস্কঃ | ১২ মার্চ, ২০২২, ৫:২১ AM
রাশিয়াকে আইএসের সঙ্গে তুলনা করলেন জেলেনস্কি
ইউক্রেনের মাটিতে রাশিয়ার সামরিক অভিযানের আজ (১২ মার্চ) ১৭তম। এই সংঘাত থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। এর মধ্যেই রুশ বাহিনীর এ অভিযানকে ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ড বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া যেসব কর্মকাণ্ড করছে তার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের সাদৃশ্য আছে বলেও মন্তব্য করেছেন জেলেনস্কি। শুক্রবার (১১ মার্চ) মধ্যরাতের পর এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘রুশ আগ্রাসনকারীদের কার্যক্রমের সঙ্গে একমাত্র ইসলামিক স্টেটের সন্ত্রাসীদেরই তুলনা চলে।’

এই দিন ইউক্রেনের উপকূলীয় শহর মারিউপোলের মেয়রকে রুশ সেনারা জিম্মি করেছে বলে অভিযোগ করেছেন জেলেনস্কি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এ সংবাদ প্রচারিত হয়েছে। তা সত্ত্বেও মারিউপোল থেকে ৭ হাজারের বেশি বেসামিরক লোককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা শুক্রবার ৭ হাজার ১৪৪ জনকে উদ্ধার করেছি।’

তিনি আবারও ইউক্রেনের সব নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। একই সঙ্গে রাশিয়ার মায়েদের প্রতিও অনুরোধ জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আপনাদের সন্তানকে অন্য দেশে যুদ্ধ করতে পাঠাবেন না। আপনার সন্তান কোথায় তা খোঁজ নিন। যদি আপনার মনে বিন্দুমাত্র সন্দেহ হয় যে, তাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হয়েছে, সঙ্গে সঙ্গে তৎপর হোন।’
এই বিভাগের আরও খবর