লালমনিরহাট বার্তা
আজ হিজরী নববর্ষ || ৯ আগস্ট পবিত্র আশুরা
স্টাফ রিপোর্টারঃ | ৩১ জুল, ২০২২, ১০:৪৭ AM
আজ হিজরী নববর্ষ || ৯ আগস্ট পবিত্র আশুরা
বাংলাদেশের আকাশে ৩০ জুলাই সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা দিয়েছে। আজ ৩১ জুলাই রবিবার থেকে হিজরি বর্ষ ১৪৪৪ সনের মহরম মাসের প্রথম দিন শুরু হলো। তৎপ্রেক্ষিতে আগামী ৯ আগস্ট মঙ্গলবার ১০ মহরম পবিত্র আশুরা।
এই দিনটি সরকারী ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। দিবস পালনে ধর্ম-প্রাণ মুসলমানেরা কোরাআন খানি, মিলাদ, হালকায়ে জিকির, দোয়া মাহফিলের আয়োজন করবে। অনেকেই আবার দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করবেন। শিয়া সম্প্রদায়ের লোকজন বিশেষভাবে পবিত্র আশুরা পালন করবে।
আশুরার এই দিনে মহা নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহেস সালাম এঁর দৌহিত্র ঈমাম হোসেন কারাবালা প্রান্তে পরিবার পরিজন ও সঙ্গী সাথীদের নিয়ে শহীদ হন।
এই বিভাগের আরও খবর