লালমনিরহাট বার্তা
সাহিত্য - সংস্কৃতি পরিষদের ১০৬৮ - তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত
রংপুর অফিসঃ | ৫ নভে, ২০২২, ৫:০৬ AM
সাহিত্য - সংস্কৃতি পরিষদের ১০৬৮ - তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

রংপুর সাহিত্য - সংস্কৃতি পরিষদের ১০৬৮ - তম সাহিত্য বৈঠক ৪ নভেম্বর ২০২২ শুক্রবার সন্ধ্যা ৬ টায় পরিষদের টাউন হল চত্বরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ।

স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি এ এস এম হাবিবুর রহমান, মাহমুদা চৌধুরী, মাহমুদ ইলাহী মন্ডল, জয়িতা নাসরিন নাজ, তাপস কুমার রায়, সঙ্গীতা, শুভ কুমার রায়, আফরোজা বেগম, কাব্য রাসেল, খন্দকার মাহফুজার রহমান, সরকার বাবলু।

কবিতা আবৃত্তি করেন, রেজিনা সাফরিন, আব্দুল কুদ্দুস, আব্দুছ ছালাম। অণু গল্প পাঠ করেন নুর উন নবী। ছড়া পাঠ করেন দেলোয়ার হোসেন রংপুরী। প্রবাদ প্রবচন উপস্থাপন করেন সুফি জাহিদ হোসেন।

শুভেচ্ছা কথা বলেন পরিষদের উপদেষ্টা সুশান্ত চন্দ্র খাঁ, সাবেক সভাপতি ডা.মফিজুল ইসলাম মান্টু, আজীবন সদস্য শ ম আমজাদ হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা, গেরিলা লিডার, সম্পাদক ও প্রকাশক "লালমণিরহাট বার্তা " ড. এস এম শফিকুল ইসলাম, আব্দুল লতিফ মৃধা, পুস্পজিৎ রায়।

বৈঠকে কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি কতৃর্ক প্রচার ও প্রকাশনায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রাপ্ত হওয়ায় পরিষদের সাবেক সভাপতি বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ শাহ আলমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জন্মদিনের ফুলেল জানানো হয় বীর মুক্তিযোদ্ধা, পরিষদের উপদেষ্টা সুশান্ত চন্দ্র খাঁ, আজীবন সদস্য, বিশিষ্ট আইনজীবি এড. মাসুম হাসান, সাংগঠনিক সম্পাদক মামুন উর রশিদ ও কবি পূর্ণিমা রাজকে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন পরিষদ সহ সভাপতি হাসনা হেনা বেগম রোজী, কবি মমতাজুর রহমান বাবু অমৃত সরকার, মনিরা পারভীন, মেসবাউর রহমান, রাজেন দাস, মিন্টু মিয়া প্রমুখ।বৈঠকে কাব্য রাসেল সম্পাদিত " জাগো " পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।

বৈঠকে পঠিত লেখাগুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন এড. মাসুম হাসান। সাহিত্য বৈঠকটি সঞ্চালনা করেন তাজুল ইসলাম। খবর বিজ্ঞপ্তির।

এই বিভাগের আরও খবর