লালমনিরহাট বার্তা
দর্জির ছেলে অর্থ পাচারকারী পলাতক পিকে হালদার ভারতে গ্রেফতার
বার্তা মনিটরঃ | ১৭ মে, ২০২২, ১:৪৬ PM
দর্জির ছেলে অর্থ পাচারকারী পলাতক পিকে হালদার ভারতে গ্রেফতার
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দীঘিরজান গ্রামের বাজারের দর্জি মৃত প্রণবেন্দু হালদারের পুত্র প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)। দেশ থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট ও বিদেশে পাচারের অভিযোগে পলাতক এন আর বি গেøাবাল ব্যাংক, রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদার ভারতে গ্রেফতার হয়েছে। ভারতের অর্থ-সংক্রান্ত কেন্দ্রীয় গোয়ান্দা বাহিনীর ডিরেক্টর অব এনফোর্সমেন্ট (ইডি) অভিযান চালিয়ে পিকে হালদারসহ ৫ জনকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার অশোক নগর থেকে গ্রেফতার করেছে। পিকে হালদার জালিয়াতি করে নিজের নাম পরিবর্তন করে শিব শঙ্কর হালদার নাম ধারণ করে ভারতের নাগরিকত্ব নিয়ে বসবাস করছিল। পিকে হালদারের গডফাদারদের খোজা হচ্ছে । এরা গ্রেফতার হলে মূল রহস্য উদঘাটিত হবে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুর্নীতি দমন কমিশন (দুদক)কে শক্তিশালী করার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট ও বিদেশে পাচারকারীদের গ্রেফতার, লুণ্ঠিত ও পাচারকৃত অর্থ দেশে ফিরে আনা সম্ভব।
এই বিভাগের আরও খবর