লালমনিরহাট বার্তা
রংপুর বিভাগে সরকারী কলেজ সমূহের স্কোরে ৫০ এর নিচে লালমনিরহাটের ৩টি কলেজ
স্টাফ রিপোর্টার | ৮ মার্চ, ২০২৩, ৭:২৬ AM
রংপুর বিভাগে সরকারী কলেজ সমূহের স্কোরে ৫০ এর নিচে লালমনিরহাটের ৩টি কলেজ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল, রংপুর এর পরিচালক প্রফেসর এসএম আব্দুল মতিন লস্কর স্বাক্ষরিত এক পত্রে জানা যায় ২০২১-২২ অর্থবছরে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির অধিনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল, রংপুর এর আওতাধীন ২৮টি সরকারী কলেজের স্কোর ঘোষিত হয়েছে। সেক্ষেত্রে লালমনিরহাট জেলার তিনটি সরকারী কলেজের স্কোর ৫০ এর নিচে।

সরকারী কলেজ সমূহের স্কোর ১০০ নম্বরে প্রথম হয়েছে রংপুর সরকারী সিটি কলেজ (৭৫), দ্বিতীয় হয়েছে কারমাইকেল কলেজ, রংপুর (৬৭), যৌথভাবে তৃতীয় হয়েছে রংপুর সরকারী কলেজ ও দিনাজপুর সরকারী কলেজ (৬৫)। অন্যান্য সরকারী কলেজের মধ্যে মকবুলার রহমান সরকারী কলেজ, পঞ্চগড়(৫৫), সরকারী টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর (৫০), নীলফামারী সরকারী কলেজ (৫০), নীলফামারী সরকারী মহিলা কলেজ (৫০), ঠাকুরগাঁও সরকারী মহিলা কলেজ (৫০), মজিদা খাতুন সরকারী মহিলা কলেজ, লালমনিরহাট (৪৭), সরকারী বেগম রোকেয়া কলেজ, রংপুর (৪৫), লালমনিরহাট সরকারী কলেজ (৪৫), সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজ, নীলফামারী (৪৫), কুড়িগ্রাম সরকারী কলেজ (৪০), গাইবান্ধা সরকারী কলেজ (৩৮), ঠাকুরগাঁও সরকারী কলেজ(৩৮), সরকারী জসমুদ্দীন কাজী আব্দুল গণি ডিগ্রী কলেজ, পাটগ্রাম, লালমনিরহাট (৩৫), উলিপুর সরকারী ডিগ্রী কলেজ, কুড়িগ্রাম (৩০), পীরগঞ্জ সরকারী কলেজ, ঠাকুরগাঁও (৩০), দিনাজপুর সরকারী মহিলা কলেজ, দিনাজপুর (৩০), সরকারী পঞ্চগড় মহিলা কলেজ (৩০), গাইবান্ধা সরকারী মহিলা কলেজ, গাইবান্ধা (৩০), চিলাহাটি সরকারী কলেজ, নীলফামারী (২৫), ফুলবাড়ী সরকারী কলেজ, দিনাজপুর (২৫), দিনাজপুর সরকারী সিটি কলেজ, দিনাজপুর (২৩), ডোমার সরকারী কলেজ, নীলফামারী (২০), পলাশবাড়ী সরকারী কলেজ, গাইবান্ধা (২০)। কুড়িগ্রাম সরকারী মহিলা কলেজ, কুড়িগ্রাম এর চুড়ান্ত রিপোর্ট পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর