লালমনিরহাট বার্তা
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আগামি ১৪ ডিসেম্বর
বার্তা অনলাইন ডেস্কঃ | ২৮ নভে, ২০২২, ১১:৪৪ AM
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আগামি ১৪ ডিসেম্বর

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় ৩২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের সময় আবারও পেছানো হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ফল প্রকাশের কথা থাকলেও ১৪ ডিসেম্বর ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাই চূড়ান্ত করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর ফলাফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।

এর আগেও গত ২৪ নভেম্বর শিক্ষক নিয়োগের ফল প্রকাশের কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে সেদিন ফল প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াত।

এবার সহকারী শিক্ষকের পদসংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার জনকে নিয়োগের কথা থাকলেও সেটি হচ্ছে না। ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদেই নিয়োগ দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর