লালমনিরহাট বার্তা
রংপুরে ১৯ বোতল Eskuf Codine Phosphate নামের নতুন মাদক উদ্ধার
রংপুর অফিসঃ | ২৫ অক্টো, ২০২১, ১:৩১ PM
রংপুরে ১৯ বোতল Eskuf Codine Phosphate    নামের নতুন মাদক উদ্ধার
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৯ বোতল Eskuf Codine Phosphate নামের নতুন মাদক উদ্ধার করেছে। এসময় মোছাঃ শান্তা বেগম (২১),নামে এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
(মোঃ সাজ্জাদ হোসেন)অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি এন্ড মিডিয়া) রংপুর এক প্রেস বার্তায় জানান,মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন বেনুঘাট মিয়াজীপাড়া গ্রামের মোঃ শামীম হোসেন (২৮), পিতা-মোঃ আনছার আলী, মাতা-মোছাঃ সেকেন বানু, সাং-বেনুঘাট মিয়াজীপাড়া, থানা-হারাগাছ, রংপুর মহানগর, রংপুর এর বসত বাড়ির ভিতর থেকে ১৯ (উনিশ) বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য Eskuf Codine Phosphate উদ্ধার করা হয়। এসময় মোছাঃ শান্তা বেগম (২১), স্বামী-মোঃ শামীম হোসেন, মাতা-মোছাঃ হাওয়া বিবি, সাং-বেনুঘাট মিয়াজীপাড়া, থানা-হারাগাছ, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়। এব্যাপারে গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামী মোঃ শামীম মিয়া (২৮) বিরুদ্ধে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়েছে।
এই বিভাগের আরও খবর