লালমনিরহাটের পাটগ্রাম থানার কার্যক্রম ৭ দিন পর শুরু করা হয়েছে। মঙ্গলবার (১৩ ই আগস্ট) বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে এ থানার কার্যক্রম শুরু করা হয়।
জানা গেছে, সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার কারণে সারা দেশের মতো পাটগ্রাম থানার বিভিন্ন স্তরের পুলিশ সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে ও স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশক্রমে ৭ দিন পর থানার কার্যক্রমে যোগ দেয় পুলিশ পরিদর্শক, পুলিশ উপপরিদর্শক ও সহকারী পরিদর্শক এবং কনস্টেবলেরা। এদিন ট্রাফিক বিভাগের সদস্যরাও কার্যক্রম শুরু করে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে পুলিশি কার্যক্রম শুরু করা উপলক্ষে পাটগ্রাম থানার সকল পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা পাটগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে একটি মহড়া প্রদর্শন করে। এ সময় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম ও পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু সাঈদ চৌধুরী সাথে ছিলেন। মহড়া শেষে পাটগ্রামের বাইপাস মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে কথা বলেন ইউএনও এবং ওসি।