লালমনিরহাট বার্তা
কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী আর নেই
অনলাইন বার্তা ডেস্ক | ২৮ আগ, ২০২১, ৫:৪১ PM
কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী আর নেই
কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী আর নেই। শনিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বুলবুল চৌধুরীর ছেলে আর রাফি চৌধুরী।
তিনি জানান, মাস ছয়েক আগে বুলবুল চৌধুরীর ক্যান্সার ধরে পড়ে। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলমের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে থাকেন। কিন্তু ক্যান্সার তার শ্বাসযন্ত্রে ছড়িয়ে পড়ে। ফলে তিনি কিছু খেতে পারছিলেন না। কেমো নেওয়ার মতো শারীরিক অবস্থাও তার ছিল না। ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছিল বাসায়। শনিবার সন্ধ্যা ৬টায় তিনি মারা যান।’

উল্লেখ্য, বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরে জন্মগ্রহণ করেন। এ বছর বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য একুশে পদক পেয়েছেন তিনি। এর আগে, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি।
এই বিভাগের আরও খবর