লালমনিরহাট বার্তা
দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু
বার্তা অনলাইন ডেস্কঃ | ৭ নভে, ২০২২, ৫:৫৯ AM
দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

ত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৭০ জন।রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৮ জন।

এরমধ্যে ঢাকায় ৪৭৬ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৪৩২ জন ভর্তি হয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৩৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৪২ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৩২৬ জন রোগী।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪৩ হাজার ১০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ২৮ হাজার ৭৫১ এবং ঢাকার বাইরে ১৪ হাজার ৩৫৬ জন।অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ৩৯ হাজার ৫৬৯ জন। এরমধ্যে ঢাকায় ২৬ হাজার ৬০৬ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১২ হাজার ৯৬৩ জন।  

এই বিভাগের আরও খবর