লালমনিরহাট বার্তা
লোগোর পাশের বিজ্ঞাপন
শেখ মুজিবুর রহমানের জন্মদিনে মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা
হামিদুর রহমান | ১৮ মার্চ, ২০২৩, ৯:৫০ AM
শেখ মুজিবুর রহমানের জন্মদিনে মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা

 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন উৎযাপন উপলক্ষে গত ১৬ মার্চ মদাতী ইউ পিঅডিটরিয়ামেনব নির্বাচিত মদাতী ইউনিয়ন পরিষদে চেয়াম্যান ও মেম্বারদের সংবর্ধনা দিনব্যাপি মেডিকেল ক্যাম্পিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীআলহাজ¦ নুরুজ্জামান আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট জেলার মদাতী ইউনিয়নের শ্রেষ্ঠ চেয়ারম্যান  জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গোলাম রসুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাখাতী উচ্চ বিদ্যালয়ের অবসার প্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী, কালীগঞ্জ উপজেলার প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস হোসেন, রংপুর জজ কোটেরসিনিয়র এ্যাড ভোকেট জিতেন্দ্র নাথ রায়, বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্নসম্পাদক অমলেন্দু রায় মিন্টু। বাংলাদেশ আওয়ামী লীগ মদাতী ইউনিয়ন শাখার সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল।

নব নির্বাচিত মদাতী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান ও মেম্বারদের সংবর্ধনায় প্রত্যেককে ক্রেস্ট ও বঙ্গবন্ধুর স্ব-রচিতবই‘‘অসমাপ্ত আত্বজীবনী’’প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। মেডিকেল ক্যাম্পিনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ২ শত রোগীকে সেবা প্রদান করা হয়। সন্ধ্যায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন রংপুর থেকে আগত বেতার শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠান টিসার্বিক সহযোগীতায় ছিলেন রংপুর জজ কোটের সিনিয়র এ্যাড ভোকেট জিতেন্দ্র নাথ রায়। তাঁর এ অবদান অবিস্বরনীয়।

এই বিভাগের আরও খবর