লালমনিরহাট বার্তা
গত আর্থিক বছরে এসবিএফ-বি ৮৭ হাজার ২৯০টি ডায়ালাইসিস সম্পন্ন করেছে
বিশেষ প্রতিনিধি | ৫ আগ, ২০২৩, ১:৫৫ PM
গত আর্থিক বছরে এসবিএফ-বি ৮৭ হাজার ২৯০টি ডায়ালাইসিস সম্পন্ন করেছে

সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ (এসবিএফ-বি) গত আর্থিক বছরে (জুলাই’২২ থেকে জুন’২৩ ইং) পর্যন্ত দেশের ১৯টি জেলার ২১টি কেন্দ্রের মাধ্যমে ৮৭ হাজার ২শত ৯০টি কিডনি ডায়ালাইসিস সম্পন্ন করেছে। এটি দেশের বেসরকারী পর্যায়ে বেশী সংখ্যক কিডনি ডায়ালাইসিস কার্যক্রম।

দেশের প্রতি কৃতজ্ঞতাবোধ ও ভালোবাসা থেকে প্রবাসী বাংলাদেশীদের পৃষ্টপোষকতায়, সহযোগিতায় এবং কিছু সংখ্যক সেবা মনোভাবাপন্ন বাংলাদেশীদের পরিচালনায় গড়ে উঠা সোনার বাংলা ফাউন্ডেশন একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। ২০০৯ সালে আমেরিকায় এই ফান্ডেশন গঠিত হয়।

২০১৫ সালে বাংলাদেশের কান্ট্রি অফিস সোনার বাংলা ফান্ডেশন-বাংলাদেশ এনজিও ব্যুরো থেকে নিবন্ধন লাভ করে। ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো স্বল্প খরচে মানসম্মত কিডনি ডায়ালাইসিস। পাশাপাশি কিডনি ডিজিস প্রিভেনশন স্ক্রেনিং প্রজেক্টের মাধ্যমে রোগ প্রতিরোধ ও সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করে জন সচেতনতা বৃদ্ধি করা।

উচ্চ রক্তচাপ, ডাক্তারের পরামর্শ ছাড়াই স্ব-উদ্দ্যোগে মাত্রাতিরিক্ত ব্যথানাশক ওষুদ সেবন, প্রস্রাবে ইনফেকশনসহ নানাবিধ কারণে কিডনি রোগ সৃষ্টি হয়। দেশে প্রায় ২ কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। তন্মধ্যে ৪০ হাজার রোগীর করোনিক কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর এই সকল রোগীদেরকে কিডনি ডায়ালাইসিস কিংবা কিডনি ট্রান্সপ্লান্ট করে বেঁচে থাকতে হচ্ছে।

কিডনি রোগীদেরকে কিডনি ডায়ালাইসিস করেই বেঁচে থাকতে হয়। কিডনি ট্রান্সপ্লান্ট এবং কিডনি ডায়ালাইসিস অত্যন্ত ব্যয় বহুল। একজন কিডনি রোগীকে মাসে কমপক্ষে ৮বার কিডনি ডায়ালাইসিস করতে হয়। প্রতিমাসে নুন্যতম ব্যয় ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা। তাছাড়া রয়েছে দু’জনের যাতায়াত খরচ। রোগীকে ৪ ঘন্টা ধরে কিডনি ডায়ালাইসিস করতে হয়। এতে সময় ও বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। সামর্থ্যবান লোকজন ও তাদের আত্মীয় স্বজনেরা কিডনি রোগীর সহায়তার হাত বাড়িয়ে দেন। সেক্ষেত্রে দরিদ্র মানুষের পক্ষে প্রতিমাসে ২৫-৩০ হাজার টাকা ব্যয় করা সম্ভব না হওয়ায় বিনা চিকিৎসায় এদেরকে অকালে প্রাণ হারাতে হয়।

সারা বাংলাদেশে ১শত ৭০টি হিমোডায়ালাইসিস সেন্টার রয়েছে। অধিকাংশ কিডনি সেন্টার বড় বড় শহরে অবস্থিত। দরিদ্র জনগোষ্ঠীর লোকজন বড় বড় শহরে এসে কিডনি ডায়ালাইসিস করতে পারে না। ফলে এই সকল রোগী ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়।

সোনার বাংলা ফাউন্ডেশন (ইউএসএ) আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের কাছ থেকে আর্থিক অনুদান ও যাকাত অর্থ সংগ্রহ করে দেশের ১৯টি জেলায় ২১টি কেন্দ্রে দরিদ্র ও অসহায় রোগীদের কমমূল্যে কিডনি ডায়ালাইসিস সম্পন্ন করছে। তাছাড়া এসবিএফ-বি দেশের দানশীল ব্যক্তিবর্গের সাহায্য নিয়ে কিডনি রোগীদের সহায়তা করছে। সেক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়, প্রতিজন কিডনি রোগীর ডায়ালাইসিস করতে সহায়তা করার জন্য দেশীয় বেসরকারী সংস্থা আগে দেশ (নিবন্ধন নাম্বার: ঢ-০৯৮২৫)কে গত আর্থিক বছরে ১ কোটি ৯১ লাখ টাকা অনুদান প্রদান করেছে। যা দিয়ে ৩শত ৮২ জন রোগীর ডায়ালাইসিসে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ ঢাকার শ্যামলী, যাত্রাবাড়ী, ঢাকাস্থ কেরানীগঞ্জ, রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া, দিনাজপুর জেলার ফুলবাড়ী, মৌলভীবাজার, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, যশোর, পটুয়াখালী, নরসিংদী, নোয়াখালী, জামালপুর, ফরিদপুর, নারায়নগঞ্জ, গাজীপুর, মাগুড়ায় কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন ও চালু করেছে। চলতি বছরে ময়মনসিংহ ও পঞ্চগড়ে কিডনি সেন্টার চালু করা হবে। সংস্থাটির সিওও প্রাক্তন সচিব হোসনে আরা বেগম, আগামী ৫-৭ বছরের মধ্যে দেশের প্রতিটি জেলা শহরে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন ও চালু করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

এই বিভাগের আরও খবর