লালমনিরহাট বার্তা
আবারো কলকাতার সিনেমায় ফারিয়া
বার্তা অনলাইন ডেস্কঃ | ১৮ ফেব, ২০২২, ৪:১৬ AM
আবারো কলকাতার সিনেমায় ফারিয়া
দেশের পাশাপাশি কলকাতার সিনেমায় অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এছাড়া উপস্থাপনা ও মডেলিং দিয়েও সাফল্য পেয়েছেন তিনি।
এবার আরও একটি কলকাতার সিনেমায় যুক্ত হলেন নুসরাত। গতকাল থেকে ‘রকস্টার’ শিরোনামের এই সিনেমাটির শুটিং শুরু করেছেন তিনি। সিনেমাটিতে নুসরাতের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত।

জানা গেছে, আগামী ৩ মার্চ পর্যন্ত ভারতের বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। নতুন এই সিনেমাটি প্রসঙ্গে নুসরাত ফারিয়া বেশ আশাবাদী। তিনি বলেন, ‘মজার একটি স্টোরি আছে সিনেমাটিতে। আমার চরিত্রটিও দর্শক উপভোগ করবেন বলে বিশ্বাস।’ রোমান্টিক থ্রিলার ধাঁচের এই সিনেমাটি নির্মাণ করছেন অংশুমান প্রত্যূষ এবং প্রযোজনা করছে এসপি ইন্টারন্যাশনাল।
এই বিভাগের আরও খবর