লালমনিরহাট বার্তা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধিকার সুরক্ষা পরিষদের নতুন কমিটি ঘোষণা
রংপুর অফিসঃ | ৩ নভে, ২০২২, ১১:২০ AM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধিকার সুরক্ষা পরিষদের নতুন কমিটি ঘোষণা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমিন্বত সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ মতিউর রহমানকে সভাপতি ও জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি বৃহস্পতিবার অনুষ্ঠিত অধিকার সুরক্ষা পরিষদের সাধারণ সভায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. তুহিন ওয়াদুদ গঠন তন্ত্র অনুযায়ী আনুষ্ঠানিক ঘোষণা করেছেন।

সদস্যবৃন্দের কণ্ঠ ভোটে নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ার, প্রফেসর ড. তুহিন ওয়াদুদ, যুগ্ম সম্পাদক পদে এসএম আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক পদে ড. বিজন মোহন চাকী, সহ-সাংঠনিক সম্পাদক পদে মোঃ আবু তাহের মোস্তফা আল আরিফ ও মোঃ নুর আল মমিয়া, অর্থ সম্পাদক পদে সৈয়দ আনোয়ারুল আজিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোহাঃ মাহামুদুল হক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ মোর্শেদ উল আলম রনি, দপ্তর সম্পাদক পদে মোঃ রবিউল ইসলাম এবং সদস্য পদে ড. নিতাই কুমার ঘোষ, এইচ. এম. তারিকুল ইসলাম, মোঃবেলাল উদ্দিন, এ. টি. জি. এম গোলাম ফিরোজ, মোঃ ফিরোজুল ইসলাম, মোঃ জাহেদুর রহমান, মোঃ মাহবুবার রহমান, মোঃ শাহীন বেগ ও মোঃ মাসুম খান।

সভারশুরুতে জেল হত্যা দিবস উপলক্ষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে অধিকার সুরক্ষা পরিষদের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতা সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।

এই বিভাগের আরও খবর