লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে ভলিবল প্রশিক্ষনের উদ্বোধন
স্টাফ রির্পোটার | ২৮ মে, ২০২৩, ৩:৩৯ PM
লালমনিরহাটে ভলিবল প্রশিক্ষনের উদ্বোধন

জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় ও লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তৃনমুল পর্যায়ে-অনুদ্ধ-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষন কমসুচি ২০২২/২৩ এর আওতায় ভলিবল প্রশিক্ষনের উদ্বোধন হয়েছে।

গত ২৪মে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। ভলিবল উপ কমিটির আহবায়ক মোড়ল হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান,পুলিশ সুপার সাইফুল ইসলাম,জেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক জাহিদ হাসান লিমন,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেনিন।

এসময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রশিক্ষক মোছা.জহুরা বেগম বন্যা,সহকারী প্রশিক্ষক আনিছুর রহমান লাডলাসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০জন ছাত্রীর মধ্য থেকে ২০জন খেলোয়াড় বাছাই করা হয়।বাছাইকৃত ২০জন খেলোয়াড় ১০দিনের ভলিবল প্রশিক্ষনে নিচ্ছে। জুন মাসের ২ তারিখ প্রশিক্ষন শেষ হবে।

এই বিভাগের আরও খবর