লালমনিরহাট বার্তা
জুন মাসে লালমনিরহাটে বঙ্গবন্ধু অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু
স্টাফ রিপোর্টারঃ | ১২ মে, ২০২২, ৮:৩০ AM
জুন মাসে লালমনিরহাটে বঙ্গবন্ধু অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে কো-ভাইস চ্যান্সেলর এয়ার কমডোর মঞ্জুর কবীর ভূইয়া বলেছেন, চলতি বছরের জুন মাসে লালমনিরহাটে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শুরু হবে। তিনি সম্প্রতি লালমনিরহাট বিমান বাহিনী ইউনিটের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এই কথা বলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কো- অপারেমন অ্যান্ড এক্সচেঞ্জ ও পরীক্ষা নিয়ন্ত্রক (অতি: দায়িত্ব) এয়ার কমডোর (অব:) শফিকুল আলম। রেজিষ্ট্রার এয়ার কমডোর কে এম এনায়েত কবীর, ট্রেজারার এয়ার কমডোর আব্দুল্লাহ-আল-মাহবুব, চীফ অব পাবলিক রিলেশন, ইনফরমেশন অ্যান্ড পাবলিকেশন্স জাহিদুল ইসলাম খান, ফ্যাকালটি অব অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোøজি ডিন এয়ার কমডোর (লপিআর) আব্দুস সালাম, প্রকল্প পরিচালক গ্রæপ ক্যান্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর, অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন) গ্রæপ ক্যাপ্টেন শেখ সাজ্জাদ হোসেন, এ এস এ আই বিভাগীয় প্রধান গ্রæপ ক্যাপ্টেন মেজবাহ উদ্দিন, পরিচালক অর্থ ও হিসাব গ্রæপ ক্যাপ্টেন রফিকুল ইসলাম, উপ-রেজিস্ট্রার প্রকিউর মেন্ট-স্কোয়াড্রেন লিডার এস এম আরমানুজ্জামান, উপ-রেজিস্ট্রার প্রশাসন স্কোয়াড্রেন লিডার আব্দুল কাদের জিলানী, সহকারী (ইইই) সামিউল ইসলাম সাদেক, প্রভাষক(ইইই) সামিন রহমান। তাছাড়া লালমনিরহাট বিমান বাহিনীর অধিনায়ক ইয়ং কমান্ডার মেজবাহ উদ্দিন, লালমনিরহাট বার্তার সম্পাদক গেরিলা লিডার শফিকুল ইসলাম কানু, প্রথম আলো জেলা প্রতিনিধি আব্দুর রব সুজন, ডেইলী স্টার জেলা প্রতিনিধি দীলিপ রায়, যমুনা টিভির প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, দি ইনডিপেনডেন্ট জেলা প্রতিনিধি আবু হাসনাত রানা, এটিএম বাংলার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন, বৈশাখী টিভি জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।
প্রা-ভাইস চ্যাঞ্চেলর বলেন, এটি দেশের বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষার্থীর বিশ্ব মানের লেখাপড়ার সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়টিতে এডিয়েশন ম্যানেজমেন্টে এমবিএ এভিয়েশন সেফটি অ্যন্ড অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশনে এমএসসি, আর্ন্তজাতিক ও মহাকাশ আইনে এলএমএম বিষয়সহ অন্যান্য বিষয়ে ¯œাতকোত্তর ক্লাশ চালু রয়েছে।
তিনি আরো বলেন, বিগত ৪ বছরে ঢাকা, তেজগাঁও পুরাতন বিমান বন্দরে অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলে আসছে। বিশ্ববিদ্যালযের কার্যক্রম শুরু হলে এখানে পর্যায়ক্রমে ২০ হাজার মানুষের সমাগম ঘটবে। লালমনিরহাট এভিয়েশন নগরীতে পরিনত হবে। এলাকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে।
২০১৮ সালের ১১ জুলাই এভিয়েশন বিশ্ববিদ্যালয় স্থাপনের ইউজিসি খসড়া আইন তৈরী করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেন । একই বছরের ২৮ সেপ্টেম্বর মন্ত্রী পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) প্রতিষ্ঠার জন্য অনুমোদন লাভ করে।
২০১৯ সালে ২৮ ফেব্রæয়ারী জাতীয় সংসদ বিএসএমআরএএইউ বিল পাশ হয়। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য ঢাকাস্থ তেজগাঁওয়ে পুরাতন বিমান বন্দরে অস্থায়ী কার্যক্রম স্থাপন করা হয়। ২০১৯ সালের ৬মে এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হককে ভাইস চ্যাঞ্চেলর হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০২০ সালের ১৭ জানুয়ারী লালমনিরহাট বিমান ঘাটির জমিতে তৎকালীন বিমান বাহিনীর প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এই বিভাগের আরও খবর