লালমনিরহাট বার্তা
জেলার হাট-বাজারে প্রকাশ্য স্থানে টোল আদায় চার্ট টাঙ্গানোর নিশ্চিতকরণে পত্র প্রেরণ
স্টাফ রিপোর্টার | ২৬ এপ্রি, ২০২৩, ১২:১১ PM
জেলার হাট-বাজারে প্রকাশ্য স্থানে টোল আদায় চার্ট টাঙ্গানোর নিশ্চিতকরণে পত্র প্রেরণ

হাট-বাজার ব্যবস্থাপনা নীতিমালা-২০১১ এর ৫নং অনুচ্ছেদের শর্ত মোতাবেক প্রতিটি হাট-বাজারে নির্ধারিত টোল আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্থানে দৃশ্যমান ভাবে টোল আদায়ের চার্ট জনসাধারণের জ্ঞাতার্থে টাঙ্গিয়ে রাখতে হবে।

জেলার অধিকাংশ হাট-বাজারে ১৪৩০ বঙ্গাব্দের হাট-বাজার সমূহের টোল আদায়ের অনুমোদিত চার্ট লটকানো হয়নি। এব্যাপারে স্থানীয় সরকার বিভাগ, লালমনিরহাট এর উপ-পরিচালককে টেলিফোনে ক্রেতা-বিক্রেতাগণ নির্ধারিত রেইটের বেশি অর্থ ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকে আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে উপ-পরিচালক, জেলার প্রতিটি হাট-বাজারে প্রকাশ্য স্থানে টোল আদায়ের চার্ট টাঙ্গানো নিশ্চিতকরণ এবং উভয়পক্ষের নিকট হতে টোল আদায়, জোরপূর্বক বেশি অর্থ আদায় বন্ধে ইজারাদার/আদায়কারীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়ার জন্য জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণকে পত্র দেওয়া হয়েছে। এই পত্রের অনুলিপি জ্ঞাতার্থে ও কার্যাথে মেয়র, পাটগ্রাম ও লালমনিরহাট পৌরসভা সহ জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যারকে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর