লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ণ ও সুরক্ষা কর্মসূচির আয়োজনে বাল্যবিবাহ নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শহীদ আফজাল হোসেন মিলনায়তনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন- ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ণ ও সুরক্ষা কর্মসূচির লালমনিরহাট জেলা ব্যবস্থাপক রিপন কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল। এ সময় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, পৌর মেয়র রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার, উপজেলা প্রকৌশলী মাহাবুব-উল আলম, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ণ ও সুরক্ষা কর্মসূচির জেলা ডেপুটি ম্যানেজার তপন টি মিনজ, পাটগ্রাম সামাজিক ও আইন সহায়তা অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।