লালমনিরহাট বার্তা
সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সভাপতি,মিজানুর রহমান মিজু সাধারণ সম্পাদক নির্বাচিত
বিশেষ প্রতিনিধিঃ | ২৩ সেপ, ২০২২, ৮:৪১ AM
সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সভাপতি,মিজানুর রহমান মিজু সাধারণ সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ আ’লীগ,কালীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল ভাবে সম্পন্ন হয়েছে। ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকাল ৩ টায় শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত।

ডজন খানেক কেন্দ্রীয় নেতা,সাবেক মন্ত্রী,প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সরব হয়ে উঠে কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। সকাল থেকে মিছিলে মিছিলে স্থানীয় নেতা-কর্মী,সমর্থক,ডেলিগেট-কাউন্সিলরা বিশাল মাঠে অবস্থান নিতে থাকে। বিকাল ৩টা হতে না হােতই কানায় কানায় ভরে যায় হাজার হাজার জনতায়। ত্রি-বার্ষিক সম্মেলন বিশাল জনসভায় পরিনত হয়।

সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেল-সবায় প্রধান অতিথি সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেন, জাতীরজনক বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করে গেছেন। আর, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের শুধু রুপকার নয়,একের পর এক সফল বাস্তবায়নের মধ্য দিয়ে অনেক উচ্চে নিয়ে গেছেন। পদ্মা সেতুর মত বিশাল অর্জন নিজস্ব অর্থায়নে তিনিই সম্পন্ন করেছেন। খালেদা জিয়া বলেছিল ‘পদ্মা সেতুতে কেউ চড়বেন না। জোড়াতালি দিয়ে সেতু নির্মাণ করছে। যেকোন সময় এ সেতু ভেঙ্গে পরতে পারে।

নুরুজ্জামান আহমেদ- সভাপতি
নুরুজ্জামান আহমেদ- সভাপতি

আ’লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কার্য নির্বাহী সংসদের সদস্য অ্যাড.হোসনে আরা লু]ৎফা ডালিয়া, কার্য নির্বাহী সংসদের সদস্য সাবেক এমপি অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান সহ কেন্দ্রীয় ও জেলা,উপজেলা আ’লীগ নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে স্বাগতিক বক্তব্য রাখেন তরুণ প্রজন্মের আইকন জেলা আ’লীগের সাংগটনিক সম্পাদক রাকিবুজ্জান আহমেদ ।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্প্দক মিজানুর রহমান মিজু প্রয়াত নেতা-নেত্রীদেও স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।

ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি।

অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন তুষভান্ডার মহিলা কলেজের উপাধ্যক্ষ যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা ।

মিজানুর রহমান মিজু -সম্পাদক
মিজানুর রহমান মিজু -সম্পাদক

পরে, সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে ডেরিগেট,কাউন্সিলরদের উপস্থিতিতে কেইউপি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে রুদ্ধদ্বার বৈঠকে সর্ব সন্মতিক্রমে সমাজ কল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি-কে সভাপতি ও মিজানুর রহমান মিজুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কালীগঞ্জ উপজেলা আ’লীগ কমিটি গঠন করা হয়।

এই বিভাগের আরও খবর