লালমনিরহাট বার্তা
রংপুরের নয়া পুলিশ সুপার কিশোর গ্যাংসহ যেকোন অপরাধ রোধে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন
স্টাফ রিপোর্টার | ৯ জুল, ২০২৪, ১:৪৮ PM
রংপুরের নয়া পুলিশ সুপার কিশোর গ্যাংসহ যেকোন অপরাধ রোধে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন

স্টাফ রিপোর্টার রংপুরজঙ্গীবাদ, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ যেকোন ধরনের অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুরে নয়া পুলিশ সুপার মোঃ শাহজাহান।জেলার মানুষকে শান্তি প্রিয় উল্লেখ করে মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করবে ।মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নয়া পুলিশ সুপার এসব কথা বলেন।পুলিশ সুপার মোঃ শাহজাহান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ জরুরি। পুলিশ ও সাংবাদিকের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার মানসে জেলা পুলিশ নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রত্যয় নিয়ে কাজ করবে। সাধারণ মানুষের মন থেকে পুলিশ ভীতি দূর করে পুলিশ প্রীতি তৈরির প্রচেষ্টা শুরু হয়েছিল বলেই এখন মানুষ আর থানায় গিয়ে অভিযোগ করতে ভয় পায় না।  মতবিনিময় সভার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারের সঙ্গে পরিচিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সাংবাদিক নেতারা রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সাইবার অপরাধ, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন পরামর্শ তুলে মতামত ব্যক্ত করেন।সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ আবু আশরাফ সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, (ডি-সার্কেল) আবু হাসান মিয়া,রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলী,সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ুুন কবির মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সরকার মাজহার মান্নান,রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরীফা বেগম শিউলি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন প্রমুখ।  

এই বিভাগের আরও খবর