লালমনিরহাট বার্তা
জার্মানির ইহুদি ও মুসলমানেরা সংহতির সন্ধান করছেন
ডয়চে ভেলে | ২১ এপ্রি, ২০২৪, ১২:৪৯ PM
জার্মানির ইহুদি ও মুসলমানেরা সংহতির সন্ধান করছেন

ইসরায়েলে হামাসের গত ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলার পর ইসরায়েল গাজায় হামলা শুরু করে৷ এই ঘটনায় বিশ্বব্যাপী ইহুদি-মুসলমান সম্পর্কে ঝুঁকি তৈরি হয়েছে৷

জার্মানিতে এই ঝুঁকি আরো বেশি, কারণ ইউরোপের মধ্যে জার্মানিতেই সবচেয়ে বেশি ফিলিস্তিনি বাস করেন৷ আর জার্মানিতে বাস করা ইহুদির সংখ্যাদুই লাখের কম৷ সবমিলিয়ে জার্মানিতে প্রায় ৫৫ লাখ মুসলিম বাস করেন, যাদের অর্ধেকের বেশি জার্মানির নাগরিক৷

এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬০ লাখের বেশি ইহুদিহত্যার অনুতাপ থেকে জার্মানির কাছে ইহুদিরা বিশেষ গুরুত্ব পেয়ে থাকেন৷ জার্মানির রাজনীতিবিদেরা মনে করেন, ইসরায়েলের নিরাপত্তা ও ইহুদিদের জীবন রক্ষা একসঙ্গে জড়িত৷ হলোকস্ট থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা যেন হামাসের হামলার প্রভাবের সঙ্গে লড়তে পারেন সেজন্য জার্মানি সম্প্রতি ২৫ মিলিয়ন ইউরো দিয়েছে৷

জার্মানির সেন্ট্রাল কাউন্সিল অফ মুসলিমসের মহাসচিব আবদেসসামাদ এল ইয়াজিদি ডিডাব্লিউকে বলেন, ইহুদি ও মুসলমানেরা এই সংঘাতকে খুব আবেগের সঙ্গে নিয়েছে৷ ‘‘তবে আস্থা তৈরি করা, সমস্যাটি নিয়ে বস্তুনিষ্ঠভাবে তর্ক করা এবং একে অপরের সাথে সম্মানের সঙ্গে আচরণ করা সম্ভব,'' বলে মনে করেন তিনি৷

জার্মানির সেন্ট্রাল কাউন্সিল অফ জুইশ২০২২ সালে একটি কর্মসূচি চালু করেছিল৷ এর আওতায় জার্মানিতে খ্রিস্টান, ইহুদি ও মুসলমানদের জীবনে বাস্তবতা নিয়ে গবেষণা করা হয়৷ ৭ অক্টোবরের হামলার পর ইহুদি ও মুসলমানদের মধ্যে আলোচনার বিষয়ে কিছু পরামর্শ প্রকাশ করেছিল তারা৷ এতে সহিংসতার বিষয়টি লুকিয়ে না রেখে নিজেদের মধ্যে খোলা মনে আলোচনার পরামর্শ দেওয়া হয়েছিল৷

জার্মানির ‘ফেডারেল অ্যাসোসিয়েশন অফ ডিপার্টমেন্টস ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন অন সেমিটিজম' আরআইএএস এর পরিসংখ্যান বলছে, ২০২২ সালে জার্মানিতে যত ইহুদিবিদ্বেষের ঘটনা ঘটেছে তার মাত্র এক শতাংশের সঙ্গে ইসলামিস্টরা জড়িত৷ ৭ অক্টোবরের হামলার পর এক মাসে সেই সংখ্যা বেড়ে ৬ শতাংশ হয়েছিল৷ তবে এই সময়ে মুসলিমবিদ্বেষী ঘটনাও বেড়েছিল৷

সরকারি ও বেসরকারি সংস্থার পরিসংখ্যানে দেখা গেছে, জার্মানিতে ইহুদি ও মুসলমান উভয়ের জন্য হুমকি উগ্র ডানপন্থি গোষ্ঠী৷

এই বিভাগের আরও খবর