লালমনিরহাট বার্তা
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন
মো:শহিদ ইসলাম সুজন | ৩০ মে, ২০২২, ৯:১৩ AM
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন
লালমনিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-অনুর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালিকা((অনুর্ধ্ব ১৭)এর জেলা পযায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গমাতা(বালিকা)ফুটবল ফাইনাল খেলায় পাটগ্রাম উপজেলা চ্যাম্পিয়ন ও বঙ্গবন্ধু(বালক)ফুটবল ফাইনালে লালমনিরহাট সদর উপজেলা চ্যাম্পিয়ন হন। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রোববার বিকেলে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.আবু জাফর। অতিরিক্ত জেলা প্রশাসক(সাবিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) টিএমএ মমিন,ক্যাপ্টেন(অব;) আজিজুল হক বীরপ্রতিক,সদর উপজেলা নিবাহী অফিসার মাহমুদ মাসুম,আদিতমারী উপজেলা নিবাহী অফিসার জিআর সরোয়ার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেনিন,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোহসেনা বেগম মিনা।এসময় অন্যানের মধ্যে জেলা ক্রীড়া অফিসার মো: আসাদুজ্জামান,জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইউনুস হোসেন,জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারন সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা,আদিতমারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক,সাংবাদিক ফরহাদ আলম সুমন,কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন,জেলা ক্রীড়া সংস্থার সদস্য রাশিদুজ্জামান মিলু,এরশাদ পলাশ,আনোয়ার হোসেন ঢালী,কামরুজ্জামান,মাহতাব উদ্দিন রন্টু,রাসেল ঢালী,হেমন্ত কুমার পালসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গমাতা ফুটবল ফাইনাল খেলায়(বালিকা) পাটগ্রাম উপজেলা ৭ - ০ গোলে কালীগঞ্জ উপজেলাকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন এবংবঙ্গবন্ধু ফুটবল ফাইনাল খেলায় (বালক) লালমনিরহাট সদর উপজেলা ১ -০ গোলে আদিতমারী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।বঙ্গমাতা ফুটবলে পাটগ্রাম দলের লিভা একাই তিনটি গোল করেন ।এছাড়া একই দলের খুরশিদা ও মরিয়ম প্রত্যেকে দুটি করে গোল করেন।বঙ্গবন্ধু ফুটবলে লালমনিরহাট সদর উপজেলার পক্ষে একমাত্র গোলটি করেন ইমানুর রহমান জীম ।বঙ্গমাতা (বালিকা)ফুটবলে পাটগ্রামের লিভা আক্তার সব্বোচ গোলদাতা,একই দলের খেলোয়াড় খুরশিদা আক্তার ম্যান অব দ্যা ফাইনাল ও কালীগঞ্জ দলের জোহরা খাতুন সেরা খেলোয়াড় নিবাচিত হন এবং বঙ্গবন্ধু(বালক)ফুটবলে কালীগঞ্জ দলের গোলকিপার শোভন রায় সেরা খেলোয়াড়,আদিতমারী উপজেলার শাওন ইসলাম সব্বোচ গোলদাতা ও সদর উপজেলার ইমানুর রহমান জীম ম্যান অব দ্যা ফাইনাল নিবাচিত হন।গত ২৫মে এ টুনামেন্ট শুরু হয়।
এই বিভাগের আরও খবর