লালমনিরহাট বার্তা
রংপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা শুরু
রংপুর অফিসঃ | ১০ মার্চ, ২০২২, ১০:৫৮ AM
রংপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা  শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা শুরু
রংপুরে উপ-আঞ্চলিক পর্যায়ের ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা গতকাল (৯ মার্চ) শুরু হয়েছে।জিলা স্কুল মাঠে রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেছেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এডাবুল এম রায়হান শাহ।রংপুর উপ-আঞ্চলিক স্কুল – মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগীতায় রংপুর বিভাগের ৮ জেলার বিজয়ীরা অংশ নিচ্ছে। আগামীকাল সকালে ব্যাডমিন্টন এককে ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, ভলিবল ছাত্র ও ছাত্রী ,হকি ,ক্রিকেট ছাত্র ও ছাত্রী,বাস্কেটবলে ছাত্র ও ছাত্রী গ্রæপের ফাইনাল খেলা এবং ১১ মার্চ ২২ এ্যথলেটিকস ও সাইক্লিং প্রতিযোগিতার মধ্যদিয়ে উপ-আঞ্চলিক পর্যায়ের ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা শেষ হবে । স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দলীয় ভিত্তিতে জেলা পর্যায়ে বিজয়ীরা উপ-আঞ্চলিক পর্যায়ের পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
এই বিভাগের আরও খবর