লালমনিরহাট বার্তা
লালমনিহাটে বিনামূল্যে হেলথ ক্যাম্প
স্টাফ রিপোর্টারঃ | ৭ আগ, ২০২২, ১:১০ PM
লালমনিহাটে বিনামূল্যে হেলথ ক্যাম্প
গত ৪ আগস্ট (বৃহস্পতিবার) বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে সদর উপজেলায় কদমতলা উচ্চ বিদ্যালয় মাঠে তৃণমূল পর্যায়ে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানে দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আস্থা প্রকল্পের সুইসকন্টাক্ট এর সহযোগিতায় হেলথ ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহি অফিসার মাহমুদা মাসুম। আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার দীপঙ্কর রায়, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার গোলাম নবী চৌধুরী, কদমতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, ডাক্তার তাসনিম কবির, ডাক্তার করিম বাদশা, বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থা সমন্বয়কারী এনামুল হক টিপু, আস্থা প্রকল্পের সিনিয়র অফিসার পার্টনারশীপ তারিন হাসান, হেড অব এক্সেস ড.ফারজানা হক, প্রজেক্ট কো-অডিনেটর ফিল্ড অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট খাইরুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
হেলথ ক্যাম্পে ২১৫ জন কে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। তার মধ্যে শিশু ছিল ৪০ জন মহিলা ৭৯ জন এবং পুরুষ ছিল ৫২ জন।
এই বিভাগের আরও খবর