লালমনিরহাট বার্তা
ভারতের বিখ্যাত সঙ্গীত রচয়িতা ও গায়ক বাপ্পি লাহিড়ীর পরলোকগমন
বার্তা অনলাইন ডেস্কঃ | ১৬ ফেব, ২০২২, ১০:২৮ AM
ভারতের বিখ্যাত সঙ্গীত রচয়িতা ও গায়ক বাপ্পি লাহিড়ীর পরলোকগমন
প্রয়াত হলেন ভারতীয় বিখ্যাত সঙ্গীত রচয়িতা ও গায়ক বাপ্পি লাহিড়ী। তার বয়স হয়েছিল ৬৯ বছর। নিউজ এজেন্সি পিটিআই জানায়, মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই শিলাপী। মঙ্গলবার রাতে জহুর ক্রিটিকেয়ার হাসপাতালে লাহিড়ীর মৃত্যু হয়।
পিটিআইকে হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশি জানান, “লাহিড়ী একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং সোমবার তাকে ছেড়ে দেয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার তার স্বাস্থ্যের অবনতি হয় এবং তার পরিবার একজন ডাক্তারকে তাদের বাড়িতে ডাকেন, পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার একাধিক স্বাস্থ্য সমস্যা ছিল। মধ্যরাতের কিছু আগে ওএসএ’র (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) কারণে তিনি মারা যান।”
গত ৬ ফেব্রুয়ারি কিংবদন্তীর শিল্পী লতা মঙ্গেশকর এবং গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরে গত রাতেই প্রয়াত হলেন বাপ্পি লাহিড়ী।(সূত্র: বাসস)
এই বিভাগের আরও খবর