লালমনিরহাট বার্তা
ইরানি তেল ট্যাংকারে আক্রমণ রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় হিজবুল্লাহ যোদ্ধারা
অনলাইন বার্তা ডেস্ক | ৩১ আগ, ২০২১, ১:৫১ AM
ইরানি তেল ট্যাংকারে আক্রমণ রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় হিজবুল্লাহ যোদ্ধারা
লেবাননগামী ইরানের প্রথম তেল ট্যাংকারটি ভূমধ্যসাগরের পানিসীমায় প্রবেশ করেছে। এছাড়া, ইরান থেকে দ্বিতীয় জাহাজও লেবাননের পথে রওনা হয়েছে। খবর পার্স টুডে’র।

নানামুখী ষড়যন্ত্র ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে লেবাননের জনগণ যখন মারাত্মক রকমের জ্বালানি তেলের সংকটে ভুগছে তখন ইরান এই তেল ও তেলযুক্ত পণ্যবাহী জাহাজ পাঠালো।

ট্যাংকার ট্রাকার্স ডট কম এ সম্পর্কে জানিয়েছে যে, “ইরানের পক্ষ থেকে জাহাজ পাঠানোর সিগন্যাল আমরা পেয়েছি। লেবাননের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এই তেল ব্যবহার করা হবে।”
ট্যাংকার ট্রাকার্স ডট কম গতকাল অন্য এক টুইটার বার্তায় জানিয়েছে, ইরানের বন্দর থেকে দ্বিতীয় ট্যাংকারটি ছেড়ে গেছে।

এদিকে, হিব্রুভাষী কয়েকটি সূত্র জানিয়েছে, প্রথম তেল ট্যাংকার ভূমধ্যসাগরের পানিসীমায় প্রবেশের পর হিজবুল্লার যোদ্ধারা সর্বোচ্চ পর্যায়ের সতর্কাবস্থায় রয়েছেন।

ইহুদিবাদী ইসরাইল যাতে তেলবাহী ট্যাঙ্কার সম্পর্কে কোনো রকমের ভুল পদক্ষেপ গ্রহণ না করে সেজন্য তারা এই সতর্কতামূলক অবস্থান গ্রহণ করেছেন। হিজবুল্লাহ মহাসচিব গত ১৯ আগস্ট জানিয়েছিলেন, লেবাননের তেল সংকট সমাধানের জন্য ইরান থেকে তেল আমদানির উদ্যোগ নেয়া হয়েছে এবং সমুদ্রে ওই জাহাজকে লেবাননের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হবে।
এই বিভাগের আরও খবর