রংপুরে নাশকতার চেষ্টার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।সোমবার নগরীর টার্মিনাল রোড গনেশপুর নজরুল চত্বর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী।
পুলিশ জানায়,ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে নাশকতার চেষ্টার লক্ষ্যে একত্রিত হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে গনেশপুর নজরুল চত্বর এলাকা থেকে অভিযান চালিয়ে শিবিরের ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় তাদের কাছ থেকে পেট্রোল ও কিছু লাঠি উদ্ধার হয়েছে।এ ঘটনায় নাশকতার চেষ্টার অপরাধে গ্রেপ্তার কৃতদের সহ আরো অজ্ঞাত ৫০ জনকে আসামি করে মেট্রোপলিটন কোতয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, নাশকতার চেষ্টার অভিযোগে ছাত্র শিবিবের ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার কৃতদের থানায় জিজ্ঞাবাদ চলছে।