লালমনিরহাট বার্তা
১৬ মে গাইবান্ধায় শুরু হচ্ছে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা
তথ্যবিবরণী | ১৫ মে, ২০২৪, ৮:৫৭ AM
১৬ মে গাইবান্ধায় শুরু হচ্ছে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গাইবান্ধা জেলাপ্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ মে) গাইবান্ধায় শুরু হচ্ছে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৪।

১৬ ও ১৭ই মে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে।

১৬ই মে সকাল ১০ টায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন হবে। এরপর সকাল ১১ টায় বিজ্ঞান বিষয়ক সেমিনার এবং দুপুর ১২ টায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৬ই মে সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিজ্ঞান মেলায় প্রদর্শিত প্রকল্পসমূহ সকলের জন্য উন্মুক্ত থাকবে।

পরেরদিন অর্থাৎ ১৭ই মে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড। ওই দিন বিকাল ৩ টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৪ সমাপ্ত হবে।

এই বিভাগের আরও খবর